কোচবিহার

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা কোচবিহারের মাথাভাঙ্গার কুর্শামারী এলাকায়

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা। উত্তেজনা কোচবিহারের মাথাভাঙ্গার কুর্শামারী এলাকায়। বোর্ড গঠনে বাঁধা দেওয়া নিয়ে সংঘর্ষে জড়ালো তৃণমূল কংগ্রেস ও নির্দলের জয়ী সদস্যরা।

    এদিন দুপক্ষই পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পরে। জানা গেছে কুর্শামারী গ্রাম পঞ্চায়েতে আজ ছিল বোর্ড গঠন। এই পঞ্চায়েতে মোট আসন ১২ টি। যার মধ্যে ৭ টি আসন নির্দলের দখলে বাকি ৫ আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। নির্দলের বোর্ড গঠনের আগে ২ জন নির্দল প্রার্থী মজিবর রহমান ও মদন বর্মনকে অপহরনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরও অভিযোগ এরপর দরজায় তালা ঝুলিয়ে ঘরের ভেতরে তৃণমূল কংগ্রেস তাদের পাচ সদস্যকে নিয়ে ঢুকে বোর্ড গঠনের ছক কষে বলে অভিযোগ ওঠে। এরপরেই কুর্শামারী অঞ্চলের সামনে শুরু হয় বিক্ষোভ। পুলিশের সামনেই তৃণমূল ও নির্দল প্রার্থীরা বিবাদে জড়িয়ে পড়েন। যদিও বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা গেছে।